ময়মনসিংহের গৌরীপুর রেল স্টেশনের হোম সিগন্যালের কাছে শনিবার (২৯ আগস্ট) সকালে ময়মনসিংহগামী হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর (৪৪) মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে অজ্ঞাত পরিচিত ওই মহিলা ঘটনাস্থলের আশপাশে ঘুরাঘুরি করছিলেন। সকাল সারে ১০টার দিকে ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।