সিলেটে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা তিনজনই পুরুষ।

এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সোয়া ১০টার গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে বড়লেখার উদ্দেশ্যে যাত্রীবাহী একটি বাস ছেড়ে যায়। এসময় বাসটি গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় পৌঁছে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। তারা সবাই পুরুষ। এ ঘটনায় গুরুতর দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মরদেহগুলো উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Share this post

scroll to top