ময়মনসিংহে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মানবিক বাংলাদেশ সোসাইটি। শনিবার সকালে নগরীর আকুয়া মড়ল পাড়া এলাকায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
এসময় উপস্থিত ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বিদ্যুৎ, সাধারন সম্পাদক সালেহ আহম্মেদ হৃদয়, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক শাহিনূর আলম, মানবিক বাংলাদেশ সোসাইটি জেলা শাখার সভাপতি জিয়াউল হক জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশেই মানবিক বন্ধু আদম তমিজী হকের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।