ময়মনসিংহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি

বৃক্ষরোপন

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি সুতিয়া নদীর পাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ এম আমিনুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার, ময়মনসিংহ পৌর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান সিরাজী, নির্বাহী প্রকৌশলী মো.মূসা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো.শামসুদ্দোহা প্রমূখ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ এম আমিনুল হক বলেন, শুধু গাছ লাগালেই হবে না। এগুলো ভালো ভাবে সংরক্ষণ করতে হবে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে লাগানো গাছ যেন কোন ভাবেই ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেন আমিনুল হক।

Share this post

scroll to top