তেজগাঁওয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Dead-লাশ

রাজধানীর তেজগাঁও থানাধীন নাখালপাড়ার আশা উন্নয়ন সংস্থা নামে একটি এনজিওর অফিস থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-আসমত আলী (৪৫) ও ফারজানা (৩০)। তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামাল উদ্দিন জানান, নাখালপাড়ায় ভাড়া থাকতেন আসমত ও ফারজানা দম্পতি। বাসা লাগোয়া আশা উন্নয়ন সংস্থার অফিসে কাজ করতেন ফারজানা। শুক্রবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই অফিস থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, আসমতকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এবং ফারজানাকে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। ফারজানার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশের সিআইডি ক্রাইম সিন আসছে।

Share this post

scroll to top