আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সরকারি কম্পাউন্ডে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ ও আত্মঘাতী হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। এটি দেশটির রাজধানীতে চালানো এ বছরের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
মঙ্গলবার আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ জানান, গণপূর্ত মন্ত্রণালয় ও অন্যান্য কার্যালয়ে চালানো সোমবারের ওই হামলায় আরো ১০ জন আহত হয়েছে।