ময়মনসিংহ নগরীর বাণিজ্যিক এলাকা সি কে ঘোষ রোডে হারুন টাওয়ারের ভাড়াটিয়া ও মালিক পক্ষের বিরোধের জেরে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ৩৪ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর সি কে ঘোষ রোডে অবস্থিত হারুন টাওয়ারের মালিক গোলাম আম্বিয়া হারুনের সাথে বিরোধের জেরে বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাখে ভাড়াটিয়ারা। দুপুর দেড়টার দিকে ভাড়াটিয়াদের একাংশ মিছিল করে এবং হারুন টাওয়ারের সামনের সিড়িতে অবস্থান নিলে এদকল যুবক লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। এসময় ককটেল বিস্ফোরণ হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মুশফিকুর রহমান ৩৪ জনকে আটকের কথা স্বীকার করে জানান, এদের মধ্যে কেউ নিরপরাধ আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। ##