যশোর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের গাড়ি থেকে জেলা বিএনপির সহ-সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০টায় গণসংযোগে যাওয়ার পথে ঢাকা-মাগুরা সড়কের পাঁচবাড়িয়া বালিকা বিদ্যালয়ের সামনে থেকে কোতয়ালি পুলিশ তিন নেতাকে নামিয়ে নেয়। এ সময় বিজিবি ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সভাপতি নুর উন নবী ও যুবদলের ফতেপুর ইউনিয়নের সভাপতি কামাল হোসেন বাবু।
এ ব্যাপারে প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের জানান, প্রতিনিয়ত আমার গণসংযোগে হামলার ঘটনা ঘটছে। আজ সকালে পুলিশ প্রটোকলে গণসংযোগের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সকাল ১০টার দিকে পাঁচবাড়িয়া নামক স্থানে পৌঁছালে ট্রাক ও বাস দিয়ে আমার গাড়িটি ব্যারিকেড দেয়া হয়। সেখানে বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই আমার গাড়িতে থাকা তিন নেতাকে নামিয়ে নেয় পুলিশ। আমি নিরুপায় হয়ে গাড়ি ঘুরিয়ে ফিরে আসি।
ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, যা ঘটেছে, তা গণমাধ্যমের কর্মীদের সামনে ঘটেছে। আপনারা সব দেখেছেন, সবই বোঝেন। তারপরও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য লড়ছি, লড়ে যাবো ইনশাআল্লাহ।