কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোমতী নদীর ভিরাল্লাচর বেড়িবাঁধের ভিতর থেকে আজ মঙ্গলবার সকাল ৮টায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সকালে ওই যুবকের লাশ গোমতী নদীর তীরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক মেডিকেল কলেজে পাঠায়। তার পরনে ছিল গোলাপী চেক শার্ট ও জিন্স প্যান্ট।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল আনোয়ার বলেন, সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, তদন্ত সাপেক্ষে হত্যার রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।