আগামী ২৯ আগস্ট পর্যন্ত টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি স্থায়ী হতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ১০ দিনের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
পাউবোর হিসাব অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে যমুনার পানিতে সৃষ্ট টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতি আগামী ২৯ আগস্ট পর্যন্ত স্থায়ী হতে পারে। আগামী ১০ দিনের মধ্যে ব্রহ্মপুত্র নদীর অববাহিকার অন্যান্য স্টেশনে পানি সমতল বিপৎসীমা অতিক্রমের সমূহ সম্ভাবনা নেই। তবে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বাড়তে পারে।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্ট, মুন্সিগঞ্জ জেলার ভাগ্যকূল পয়েন্ট এবং শরীয়তপুর জেলার সুরেশ্বর পয়েন্টে আগামী ৫ দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। ঢাকার চারপাশের নদীসমূহের পানি সমতল বাড়তে পারে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী, মিরপুর পয়েন্টে তুরাগ নদী এবং রেকাবি বাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, গঙ্গা ছাড়া দেশের সব প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর মঙ্গলবারের মধ্যে মানিকগঞ্জ, রাজবাড়ি ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি ঘটতে পারে।
বর্তমানে তিনটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঘাবাড়িতে আত্রাইয়ের পানি, ধলেশ্বরীর পানি এলাসিনে আর পদ্মার পানি গোয়ালন্দে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবোর পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০১টি স্টেশনের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৯টিতে পানির উচ্চতা কমেছে। বেড়েছে ২৬টি স্টেশনের পানির সমতল। আর অপরিবর্তিত আছে ৬টি স্টেশনের পানির সমতল।