গাইবান্ধায় সেতু ভেঙে ট্রাক পানিতে, কয়েকজন নিখোঁজ

 

গাইবান্ধা জেলার ফুলছড়িতে সেতু ভেঙে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পানিতে পড়ে গেছে।

সোমবার সকালে ৯টার দিকে উদাখালী-কালিরবাজার সড়কের ছালুয়া এলাকায় এ ঘটনার পর থেকে চালকসহ ট্রাকে থাকা অন্যরা নিখোঁজ রয়েছেন।

ফুলছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার নজরুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে ট্রাকটি সকালে কালিবাজারে আসছিল। পথে ছালুয়া সেতু পার হতে গিয়ে সিমেন্ট বোঝাই গাড়িটি সেতু ভেঙে পানিতে পড়ে যায়। ট্রাকে থাকা চালকসহ অন্যরা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের লোকজন সকালে চেষ্টা চালান। কিন্তু তারা ব্যর্থ হওয়ায় রংপুর থেকে ডুবুরি দল আনা হচ্ছে।’

সূত্র : ইউএনবি

Share this post

scroll to top