নাটোরের সিংড়ায় বন্যা কবলিত এলাকার জনসাধারণের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে সেনাবাহিনী।
রোববার (২৩ আগস্ট) সিংড়া উপজেলার লালোর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত এ বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।
স্থানীয় আশ্রয়কেন্দ্রে আশ্রিতসহ বন্যাকবলিত কয়েকশ’ মানুষ সেনাবাহিনীর সরবরাহকৃত পানি সংগ্রহ করেন।
সেনাবাহিনীর বগুড়া অঞ্চলের ১১ পদাতিক ডিভিশনের নির্দেশনায় এবং ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের পরিচালনায় এ বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।
দিনব্যাপী এ কার্যক্রমে ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের মেজর কামরুল, ক্যাপ্টেন শাফায়াতসহ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। এছাড়া পানি সরবরাহ কার্যক্রম চলার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।