বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় সংসদের নোয়াখালী-২ আসনের বিএনপির প্রার্থী জয়নাল আবদীন ফারুকের ওপর গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১টার দিকে নির্বাচনী গণসংযোগের সময় সেনবাগ উপজেলার ৬নং কাবলিপুর ইউনয়িনের ৪নং ওয়ার্ড উত্তর সাহাপুর মিয়ার বাড়ির সামনে দুপুর ছাত্রলীগের নেতা-রিগান, তানভীর, বিপ্লব,মাসুদ, ইউছুপসহ আরো ১০/১৫জন সন্ত্রাসী প্রার্থী জয়নাল আবেদীন ফারুককে লক্ষ্য করে গুলি এবং গাড়ি ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ফারুক অল্পের জন্য বেঁচে গেছেন।