বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরারদের তালিকায় তৃতীয় স্থানে আছেন লুইস সুয়ারেস। কিন্তু গত কয়েক বছর ধরেই তার ফর্ম পড়তির দিকে।
এ নিয়ে তাকে সমালোচনাও সইতে হচ্ছে অনেক।
বার্সেলোনা এবং সুয়ারেসের জন্য এবারের মৌসুমটা মোটেও ভালো কাটেনি। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করা হয়েছে। এরপর নতুন কোচ রোনাল্ড কোম্যান আসার পর থেকেই দলের ‘বুড়ো’ খেলোয়াড়দের বিদায় করে দেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এই ‘বুড়ো’দের তালিকায় আছেন লুইস সুয়ারেসও। কিন্তু উরুগুইয়ান স্ট্রাইকার নিজে ক্যাম্প ন্যু ছাড়তে চান না। এমনকি এজন্য বদলি খেলোয়াড় হিসেবে নামতেও তার আপত্তি নেই।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’কে সুয়ারেস বলেন, ‘আমি দলের জন্য সেরাটা চাই এবং আমি ব্যাপারটা সেভাবেই রাখতে চাই। আমি তুলনা করতে চাই না, সব জায়গা আলাদা। আমার মনে আছে, রিয়াল মাদ্রিদ যখন আয়াক্সের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিল তখন অনেকে বলছিল টনি ক্রুস শেষ হয়ে গেছে, তারা লুকা মদ্রিচকে অবসর নিতে বলছিল, তারা বলছিল সার্জিও রামোস ধ্বংস হয়ে গেছে। ’
বার্সা স্ট্রাইকার আরও বলেন, ‘কিন্তু পরের বছর সবকিছু আবার আগের মতো হয়ে গেল এবং আবার তারা ফেনোমেনন হয়ে গেল এবং একটা কিংবদন্তিতুল্য দল গড়লো। অবশ্যই তারা সেরা দল ছিল এবং আছেও। কিন্তু হারলেই সব বদলে যায়। সবসময় এমন হয়, যা লজ্জাজনক। সবাই তখন মতামত দিতে থাকে এবং খুব সহজেই বিচার করা শুরু করে দেয় এখন যেটা সাদা, কাল সেটা কালো। বিষয়টা এরকম। আমি বিশ্বাস করি কখনো কখনো মানুষের মধ্যে ধৈর্যচ্যুতি ঘটে এবং আগের স্মৃতি সব ভুলে যায়। ’
মাঠে ও মাঠের বাইরে লিওনেল মেসির সঙ্গে দারুণ সম্পর্ক সুয়ারেসের। এমনকি ছুটিতে দুই বন্ধু সপরিবারে ঘুরে বেড়াতেও পছন্দ করেন। মেসি সম্পর্কে সুয়ারেস বলেন, ‘আমার জন্য মেসির মতো বন্ধু পাওয়া সত্যিই গর্বের ব্যাপার। সে দারুণ একজন মানুষ। একসঙ্গে খেলা হয়তো সাময়িক ব্যাপার, কিন্তু আমাদের সম্পর্ক তার চেয়েও বেশি কিছু। ’
সম্প্রতি কিকে সেতিয়েনকে সরিয়ে রোনাল্ড কোম্যানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বার্সা। নতুন কোচের নতুন পরিকল্পনা থাকবে এটাই স্বাভাবিক। যদি কোম্যানের পরিকল্পনা আলাদা হয় তাহলে প্রয়োজনে বেঞ্চে বসে থাকতেও আপত্তি নেই সুয়ারেসের, ‘আমি পুরো ক্যারিয়ারে বদলি খেলোয়াড় হওয়া নিয়ে কখনো আপত্তি করিনি। ফলে প্রয়োজনে আবার হতেও আমার কোনো সমস্যা নেই। দলে প্রতিযোগিতা থাকা ভালো। যদি কোচ প্রয়োজন মনে করেন যে আমাকে বেঞ্চ থেকে শুরু করতে হবে, আমি রাজি। ’
এরপরই বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে সুয়ারেস বলেন, ‘আমি বার্সাতেই থাকতে চাই, যতদিন তারা আমার ওপর ভরসা করবে। আমি অবদান রাখতে চাই। এখানে আসার পর থেকেই সমর্থকদের সমর্থন পেয়েছি এবং এটা আমাকে অনেক উৎসাহ জুগিয়ে যাচ্ছে। ’