ঈশ্বরগঞ্জে ‘মৎস্যখাতের উন্নয়ন ও প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় ‘মৎস্য খাতের উন্নয়ন ও প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ৫টি উপজেলা থেকে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন।

এতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান সুবীর কিশোর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কোহিনুর। দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শনিবার ছিল প্রথম দিন।

Share this post

scroll to top