নাশকতার মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার মেয়র বিএনপি নেতা শহীদুল ইসলামকে পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা-১ এক প্রজ্ঞাপনে এই বরখান্তের কথা জানানো হয় বলে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা সরকার জানিয়েছেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলো হয়, মেয়র শহিদুল ইসলামের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় অভিযোগপত্র আদালতে হয়েছে। তাই উক্ত পৌর মেয়র কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে।“তাই স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী শহীদুল ইসলামকে পৌর মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।”
এ ব্যাপারে শহীদুল ইসলাম বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় পতিপন্ন করার জন্য একটি পুরাতন মিথ্যা রাজনৈতিক মামলায় বরখাস্ত করা হয়েছে। তিনি এ ব্যাপারে আদালতের শরণাপন্ন হবেন বলেও জানান।
শহীদুল ইসলাম মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক।