খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় আজ সোমবার দুপুর দেড়টার দিকে বিএনপি প্রার্থীর প্রচার টিমের ওপর হামলায় ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-৩ আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ১২ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করাকালে জোহরের নামায আদায় করতে আল আরাবিয়া মসজিদে প্রবেশ করেন। তার প্রচারকর্মীরা মসজিদের বাইরে অপেক্ষা করছিলেন। এ সময় ৫০/৬০ জনের একদল লোক লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।
হামলায় আওয়ামী লীগের নেতা মঞ্জু এবং মুরাদের নেতৃত্ব দেয় বলে জানান বকুলের মিডিয়া সেলের সদস্য সানিন। হামলায় বিএনপিকর্মী মিলন, রবিউল ইসলাম খান, হাসান মাহমুদ রুবেল, দোলন ও এনামুল হক পারভেজসহ ১০/১২ জন আহত হয়। তাদেরকে দ্রুত একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ ব্যাপারে খালিশপুর থানার ওসি মোশাররফ হোসেন বলেন, দু’পক্ষে একটু উত্তেজনা হয়েছিল। পরে শান্ত হয়ে গেছে।