বনানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর বনানীতে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিনুর (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী আ. রহিম জানান, আমিনুরের বাড়ি রংপুরে। রড মিস্ত্রির কাজ করেন তারা। বনানীতে একটি ভবন নির্মাণের জন্য মাটির নিচে পাইলিং করে কাজ করছিলেন তারা। সকালে মাটির গর্ত থেকে লোহার মই ওপরে উঠানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন আমিনুর। এতে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, ভবনের অন্য নির্মাণ শ্রমিকরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে তারা জানিয়েছেন। বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।

Share this post

scroll to top