পল্লবীতে বাবার সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজধানীর মিরপুর পল্লবীতে সাকিব ইসলাম (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সাকিব ইসলাম স্থানীয় রশিদ আদর্শ বিদ্যালয়ের পঞ্চম শেণির ছাত্র ছিলো।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের ‘ডি’ ব্লকের, ১২ নম্বর রোডের ৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

সাকিব ইসলাম ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার দুধছড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। পরিবারের সঙ্গে মিরপুরের ওই বাসায় ভাড়া থাকতো। দুই ভাইয়ের মধ্যে সে ছোট।

মৃত সাকিবের বাবা হারুন জানান, সকালে ঘুম থেকে উঠতে দেরি করছিলো সাকিব। এজন্য তাকে সমান্য বকাঝকা করেন তিনি। এ কারণে রাগ করে রুমের দরজা বন্ধ করে দিয়ে জানলার সঙ্গে মায়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে জানলার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখা হয়। তাৎক্ষণিকভাবে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Share this post

scroll to top