বার্সার দায়িত্ব নিতে রাজি কোম্যান!

কিকে সেতিয়েনকে বরখাস্ত করার কথা নিশ্চিত করার পর বার্সেলোনার প্রধান কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন রোনাল্ড কোম্যান। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রীড়া মাধ্যম স্কাই স্পোর্টস।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হওযার তিনদিনের মাথায় ক্যাম্প ন্যু থেকে বরখাস্ত হয়েছেন কোচ সেতিয়েন। তার স্থলে মেসি-সুয়ারেসদের দায়িত্ব নিয়ে কোচ হয়ে কাতালুনিয়ায় আসতে পারেন কোম্যান। এমনটাই এখন শোনা যাচ্ছে ইউরোপের ফুটবলে।

বার্সা ইতোমধ্যে জানিয়েছে, শিগগিরই তারা নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে।

আর্নেস্তো ভালভার্দে বরখাস্ত হওয়ার পর গত জানুয়ারিতে ক্যাম্প ন্যুয়ে এসেছিলেন সেতিয়েন। ৬১ বছর বয়সী সাবেক রিয়াল বেতিস কোচের অধীনে ২৫ ম্যাচ জিতেছে কাতালানরা। এবার তার উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে কোম্যানের নাম। অবশ্য টটেনহামের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনোও রয়েছেন আলোচনায়। তবে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি-সহ আরও কয়েকটি সংবাদ মাধ্যম ইতোমধ্যে দাবি করেছেন, কোম্যানকে নিয়োগ দিতে যাচ্ছে বার্সা।

ডাচ কোচের ক্যাম্প ন্যুয়ে আগমণ এবারই নতুন নয়। এর আগে ডিফেন্ডার হিসেবে ১৯৮৯-৯৫ পযর্ন্ত স্প্যানিশ জায়ান্টদের হয়ে খেলেছেন তিনি।

Share this post

scroll to top