এ মুহূর্তে ভারত-পাকিস্তান সিরিজ ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করতে পারে: ইমরান খান

কযেক মাস ধরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে দুই প্রতিবেশি ভারত-পাকিস্তানের মধ্যে। এমন সময় দুই দেশের মধ্যকার সিরিজ হলে ‘ভয়ঙ্কর পরিবেশ’ সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার (১৭ আগস্ট) স্কাই স্পোর্টসকে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ খেলা ঠিক হবে না। আমি মনে করি, এই পরিবেশে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করতে পারে। ’

মুম্বাই হামলার পর, ২০০৮ সাল থেকে ভারত-পাকিস্তান আর দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। যদিও সাদা বলের ক্রিকেট খেলতে ২০১২ সালে ভারতে এক সংক্ষিপ্ত সফর করেছিল পাকিস্তান।

১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইমরান খান ১৯৭৯ ও ১৯৮৭ সালে ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলেন। তখনকার সময় দু’দেশের সম্পর্ক এখনকার চেয়ে ভাল ছিল জানিয়ে তিনি বলেন, ‘১৯৭৯ সালে যখন ভারতে খেলতে যাই, তখন দুই দেশের সরকারই চেয়েছিল সব সমস্যার মিটমাট করতে। ঐ সময় মাঠে সমর্থকদের উপস্থিতি এবং উচ্ছ্বাস সব মিলিয়ে পরিবেশটা দারুণ ছিল। ’

Share this post

scroll to top