স্বাস্থবিধি মেনে আগামী এক সপ্তাহের মধ্যে কওমি মাদরাসার কিতাব বিভাগ খুলে দেওয়ার জোর দাবী জানিয়েছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী। মহানগরীর তালতলা কেন্দ্রীয় কার্যালয়ে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর এক জরুরি বৈঠক এই দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি আল্লামা আবদুর রাহমান হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আল্লামা খালেদ সাইফুল্লাহ সা’দী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা জাকারিয়া, মাওলানা আনোয়ারুল হক, মুফতি মুহিব্বুল্লাহ্, মাওলানা জামালুদ্দীন, মাওলানা ফজুলর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বলা হয়, সবকিছু স্বাভাবিকভাবে চললেও এখন পর্যন্ত কওমি মাদরাসা বন্ধ রাখা দুঃখজনক। নিয়মিত ক্লাস না থাকায় শিক্ষার্থীদের অপ‚রণীয় ক্ষতি হচ্ছে। এরকম চলতে থাকলে অনেক শিক্ষার্থী অকালে ঝড়ে পরবে। তাই অগণিত ছাত্র/ছাত্রীর ভবিষ্যত রক্ষার্থে এক সপ্তাহের মধ্যে কওমি মাদরাসাসম‚হ খুলে দেয়া জরুরি। এ ছাড়া নতুন শিক্ষাবর্ষ শুরুর লক্ষ্যে দারুল উল‚ম মইনুল ইসলাম হাটহাজারীর মতো ছাত্র/ছাত্রী ভর্তি, কিতাব বন্টন, সীট বিন্যাস ও শ্রেণী কক্ষ প্রস্তুত করণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করতে মাদরাসা কর্তৃপক্ষের প্রতি আহŸান জানানো হয়। ##