শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি’র ‘মুজিব কর্নার’ স্থাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘মুজিব কর্নার’ স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি কার্যালয়ের দোতলায় আলোকিত দেয়ালে লেখা হয়েছে তার অনন্য সব কীর্তি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফিও সেই দেয়ালে শোভা পাচ্ছে। দেশে ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনের কার্যালয়ে বঙ্গবন্ধুর নামে স্থাপন করা হয়েছ মুজিব কর্নার।

গত মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থাপন করা করা হয়েছিল তর্জনী উঁচিয়ে ভাষণরত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতি।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,‘ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এটি আগেই নির্মাণ করা হয়েছে। বিসিবি সভাপতি ১৫ আগস্ট এটি পরিদর্শন করেছেন।’

Share this post

scroll to top