হঠাৎ করেই গতকাল সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতের দু’টি বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার বিশ্ব ক্রিকেটের জানা।
দুর্দান্ত এক ক্যারিয়ারের জন্য স্মরণীয় সংবর্ধনা প্রাপ্য ছিলো ধোনির। কিন্তু কোন রাখ-ঢাক না করেই আন্তর্জাতিক অঙ্গনকে বিদায় বললেন ধোনি।
তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোনিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ক্রিকেট জগতের খেলোয়াড় ও সমর্থকরা। ধোনিকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি বাংলাদেশের খেলোয়াড়রাও।
ধোনির ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ধোনির ছবিতে লেখা, এক কিংবদন্তির বিদায়। ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘বিদায় মহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিন্দ্বন্দি। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইল শুভকামনা।’
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমও শুভ কামনা জানিয়েছেন ধোনিকে। তিনি লিখেছেন, ‘খেলাটির সত্যিকারের প্রতিভাবান ব্যক্তিত্ব, জীবন্ত কিংবদন্তি এবং একজন চ্যাম্পিয়ন। অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন মাহি ভাই।’
বাংলাদেশ বর্তমান টি-২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আমার ক্যারিয়ারে আপনি অনেক বড় অনুপ্রেরণা ছিলেন। যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকা, সিদ্ধান্ত নিতে পারা, ক্রিকেটীয় সামর্থ্যের অনেক বড় গুণমুগ্ধ আমি। আপনার অবসরের খবর শুনে খুবই কষ্ট পেয়েছি। ধন্যবাদ মাহি ভাই।’
ধোনির সঙ্গে নিজের একটি ছবি আপলোড করে জাতীয় দলের বাঁ-হাতি ওপেনার ইমরুল কায়েস লিখেছেন, ‘সদা বিনয়ী এবং এর চেয়েও দারুণ একজন খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি অবসরে গেলেন। আশা করি সামনের দিনগুলো ভালো কাটবে।’
বাংলাদেশের ডান-হাতি পেসার রুবেল হোসেনও প্রশংসা করেছেন ধোনির। তিনি লিখেন, ‘ক্রিকেটারের চেয়েও বেশি, খেলাটির সত্যিকারের ভদ্রলোক। সব স্মৃতি ও অভিজ্ঞতার জন্য ধন্যবাদ মহেন্দ্র সিং ধোনি।’