মুন্সিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুকুরে নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর গুহেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের উত্তর গুহেরকান্দি গ্রামের তোফাজ্জলের ছেলে আরাফাত (৮), পশ্চিম দেওভোগ গ্রামের আজিমের মেয়ে হাফসা (৭) ও ঢাকার তৈয়ব আলীর মেয়ে তন্দ্রা (১২)।

নিহত আরাফাতের চাচা মো. আনোয়ার হোসেন জানান, দুইদিন আগে আরাফাতের সুন্নতে খাৎনার অনুষ্ঠানে বাড়িতে বেড়াতে আসে ওই শিশুরা। বিকেলে স্থানীয় একটি পুকুরে নৌকায় ঘুরছিল তারাসহ ৮-৯ জন শিশু। একপর্যায়ে নৌকাটি উল্টে যায়। এসময় বাকিদের উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে তিন শিশু। ৩০ মিনিট ধরে খোঁজাখুজি করে তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Share this post

scroll to top