ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে মনিরা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বংশী নদীর ধামরাইয়ের দেপাশাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মনিরা আক্তার ঢাকা হাজারীবাগে পরিবারের সঙ্গে থাকতো। দুইদিন আগে মনিরা দেপাশাই দাদার বাড়িতে আসে। সে রাজধানীরর হাজারীবাগ এলাকার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানায়, দুই দিন আগে মায়ের সঙ্গে অভিমান করে ঢাকা থেকে দাদা বাড়ি ধামরাইয়ে আসে মনিরা। আসার একদিন পর, বুধবার (১২ আগস্ট) থেকে সে নিখোঁজ ছিলো। পরে স্থানীয়রা নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার শেখ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।