ময়মনসিংহ নগরীর বলাশপুরে বসতঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় স্বপনীল নামে ৯ বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ড ঘিরে নানা সমালোচনা চললেও, কি কারনে এমনটি হয়েছে জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বলাশপুরে বসতঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় স্বপনীল নামে ৯ বছরের শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়দের ধারনা নিহতের বাবা বাবু ও মা সুরমীর বিচ্ছেদের পর নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারনেই এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। ছেলেটি তার মায়ের কাছেই থাকতেন।
কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার বাবা-মা’র বিচ্ছেদ হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলেই প্রকৃত ঘটনার রহস্য উন্মোচিত হবে।