কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১২ আগস্ট) ভোরে শিকলবাহা ক্রসিং এলাকায় ঢাকাগামী লন্ডন এক্সপ্রেসের বাস থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মো. তানভীর (৩৬)। তিনি কক্সবাজার জেলার উত্তর রোমালিয়ারছড়া এলাকার মো. মফিদুল আলমের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে লন্ডন এক্সপ্রেসের বাসে ঢাকায় যাচ্ছিলেন তানভীর। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ ও একটি এলইডি টিভির প্যাকেটে কৌশলে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন এসব ইয়াবা। দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা ব্যবসা করে আসছেন বলে জানতে পেরেছি।