বকশিশ না দেওয়ায় গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহমান নামে এক মাস বয়সী একটি শিশুর অক্সিজেন মাস্ক খুলে ফেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. খায়রুন নাহারকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নবিউর রহমান।
তিনি জানান, তদন্ত কমিটি সোমবার (১০ আগস্ট) থেকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- সদস্য সচিব, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. হারুন অর রশিদ ও সদস্য ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার (ইএমও) ডা. সুমন কুমার প্রামাণিক।
এর আগে গত শনিবার (৮ আগস্ট) বকশিশ না দেওয়ায় অক্সিজেন মাস্ক খুলে ফেলায় গাইবান্ধা সদর হাসপাতালে আবদুর রহমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তার স্বজনরা।
শিশুটির বাবা মোশারফ হোসেনের অভিযোগ, শনিবার দুপুরে শিশুটিকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির শ্বাসকষ্ট হওয়ায় কিছুক্ষণ পর তাকে অক্সিজেন দেওয়া হয়। এ সময় দায়িত্বরত নার্স ও আয়ারা শিশুটির বাবার কাছে বকশিস দাবি করেন। নামাজের সময় হওয়ায় তিনি নামাজ পড়তে গেলে তারা অক্সিজেন মাস্ক খুলে দেয়। এর কিছুক্ষণ পর শিশুটির মৃত্যু হয়।