হাওরে নৌকাডুবিতে নিহত মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের পরিবারের পাশে দাঁড়ালেন ডাঃ শফিকুর রহমান

jamate islamiনেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে নৌকাডুবিতে নিহত মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।

তিনি আজ রবিবার সকালে ময়মনসিংহ সদর উপজেলার কোনাপাড়া গ্রামের নিহত সকলের বাড়িতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি নৌকাডুবিতে নিহতদের কবর জিয়ারত করেন এবং তাদের শহীদ হিসেবে কবুলের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। পরে নিহত ১৭ জনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন জনাব ডাক্তার শফিকুর রহমান। তাঁর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডঃ সামিউল হক ফারুকী, ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর মোঃ আমীর আব্দুল করিম, ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর কামরুল আহসান এমরুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ৫আগস্ট নেত্রকোনার মদন উপজেলার উচিতপুুুরে হাওরে বেড়াতে গিয়ে ঝড়ে নৌকাডুুুবে ১৮জন নিহত হয়।

Share this post

scroll to top