ভোলায় এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন, খাওয়ানো হলো গোবর

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জমির বিরোথকে কেন্দ্র করে এক বৃদ্ধকে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন এবং গোবর খাওয়ানো ও দাঁড়িতে মেখে দেওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনার ১৪ দিন পর শুক্রবার (০৭ আগস্ট) রাতে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হলে রাতেই পুলিশ ঘটনার মূল হোতা নির্যাতিত বৃদ্ধের ভগ্নিপতি রশিদ মল্লিককে (৫০) গ্রেফতার করেছে।

শনিবার (০৮ আগস্ট) এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুনসুর নামে ওই ব্যক্তিকে (৫৩) রশি দিয়ে খুঁটির সঙ্গে হাত বেঁধে রশিদ মল্লিকের নির্দেশে আরসাদ মল্লিক (২৭) নামে এক যুবক একটি লাঠির মাথায় গোবর নিয়ে খাওয়ান ও তার দাঁড়িতে সেই গোবর মেখে দেন এবং মারধর করেন। নির্যাতনের নেতৃত্ব দেওয়া রশিদ মল্লিক মুনসুরের আপন ভগ্নিপতি ও যুবক আরসাদ নাতনি জামাই।

ঘটনাটি গত ২৫ জুলাই ঘটলেও নির্যাতনকারী প্রবাবশালী হওয়ায় নির্যাতিত মুনসুর ভয়ে থানায় যাননি। কিন্তু ঘটনাটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর রশিদ মল্লিককে শুক্রবার রাতে আটক করা হয়।

এ ব্যাপারে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, মামলায় ঘটনার মূল হোতা রশিদ মল্লিককে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে মুনসুর বাদী হয়ে নাতনি জামাই আরসাদকে প্রধান আসামি ও রশিদ মল্লিককে দ্বিতীয় আসামি করে ৪ জনের বিরুদ্ধে ভোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৪।

Share this post

scroll to top