নওগাঁর পার্শ্ববর্তী বগুড়ার আদমদীঘির আলোচিত শিহাব হোসেন (১৭) হত্যা মামলার প্রধান আসামি শিপলু হোসেন ও তার বাবা এখলাস হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) আদমদীঘি থানা পুলিশের একটি দল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের একটি বাড়ি থেকে এ দু’জনকে গ্রেপ্তার করে। বগুড়ার সহকারী পুলিশ সুপার (আদমদীঘি-দুপচাচিয়া) কে.এইচ.এম এরশাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার সন্ধায় উপজেলার রক্তদহ বিলের বেইলী সেতু এলাকায় এই মর্মান্তিক হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই কিশোর গুরুতর আহত হয়। নিহত কিশোর শিহাব হোসেন উপজেলার দমদমা গ্রামে হারুনুর রশিদের ছেলে।
উল্লেখ্য, ঈদের দিন বিকেলে একই উপজেলার দমদমা গ্রামের কিছু কিশোররের সাথে একই উপজেলার দক্ষিনপুর গ্রামের কিশোরের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ঈদের পরের দিন সন্ধায় শিহাব হোসেন তারঁ দুই বন্ধু প্রহর (১৫) ও জাকির হোসেন (১৮) কে নিয়ে সেতু এলাকায় গেলে দক্ষিনগণিপুর গ্রামের এখলাস হোসেনের ছেলে শিপলু হোসেনসহ কয়েকজন কিশোর অর্তকিতে শিহাব হোসেনের ওপর হামলা করে এবং ছুরিকাঘাত করে তার গলা কেটে দেয়। এতে করে তার গলার বেশিরভাগ কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে বাঁচাতে গেলে তার দুই বন্ধু প্রহর ও জাকির কে ছুরিকাঘাত করে শিপলু একটি মটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে শিহাব মারা যায়।
মামলার তদন্তকারি কর্মকর্তা আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিহাব হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।