ময়মনসিংহে জাতীয়তবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নতুনবাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শহিদুল আমিন খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, সহ-সভাপতি এন কে জামান সঞ্জু ও শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, যুগ্ম-সম্পাদক নাফিস ইমতিয়াজ রোমান ও সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আলম প্রমুখ। পরে মিলাদ মাহফিলে দোয়া ও তবারক বিতরণ করা হয়।