ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হত্যা মামলার বাদিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা। ফলে আতঙ্কে দিনকাটছে বাদি ও তার পরিবারের। বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করার পরও হুমকী অব্যাহত থাকায় নিরাপত্তহীনতায় রয়েছে বাদির পরিবার।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত আঃ মোতালেবের মেয়ে হাছনা বেগমকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় হাছনা বেগম মারা যান। হাছনা বেগমের মুত্যুর পর ভাই লোকমান হোসেন বাদি হয়ে ঈশ^রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলার সকল আসামী জামিনে মুক্ত হয়ে বাড়িতে অবস্থান করার সুবাদে মামলাটির আপোষ মিমাংসার জন্যে বাদি লোকমান হোসেনকে চাপ দিয়ে যাচ্ছে। মামলায় আপোষ না হলে বোনের ন্যায় বাদিকেও হত্যা করে ফেলবে বলে হুমকি দিয়ে যাচ্ছে বিবাদীরা। এরই প্রেক্ষিতে লোকমান হোসেন ২৯ জুলাই ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ফলে আসামীদের হুমকী আরো বেড়ে চলেছে। এতে লোকমান হোসেনের পরিবার নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন কাটাচ্ছে এবং বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
লোকমান হোসেন জানান, হত্যা মামলার আসামীরা তাকে মামলায় আপোষ না হলে বোনের ন্যায় তাকেও হত্যা করে ফেলবে বলে অব্যাহত হুমকী দিয়ে যাচ্ছে। এমনকি বাড়ি ঘর পুড়িয়ে জায়গা জমি দখল করে নিবে বলেও হুমকী দিচ্ছে। এমতাবস্তায় নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন কাটছে তাদের। বাড়ি ছেড়ে পালিয়ে থাকছে হচ্ছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, জিডির বিষয় খতিয়ে দেখা হচ্ছে। হুমকীর বিষয়টি সত্য হলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।