‘বিন্দুমাত্র ছাড় নয়’- এভাবেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন ওয়েস্ট ইন্ডিজের কিমো পল। বাংলাদেশ সফরে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ছাড়া এখনো তেমন ভালো কিছু করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ের সামনে সুবিধা করতে পারছে না ক্যারিবীয়রা। সফরের শুরুতে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুই ম্যাচেই হারে সফরকারীরা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হার। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সাকিব আল হাসানের দল।
টি-২০ সিরিজ এখন ১-১ সমতা। এখান থেকে যেকোনো দলের সামনে সিরিজ জেতার সুযোগ রয়েছে। সেই লক্ষ্য নিয়ে আজ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরে বাংলায় ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।
সফরের শেষ ম্যাচকে সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেন ওয়েস্ট ইন্ডিজ দলের পেসার কিমো পল। তিনি বলেন, ‘শেষ ম্যাচে জয় পাওয়ার জন্য ক্যারিবীয়রা ১১০ শতাংশ দিয়ে খেলবে। এটি আমাদের জন্য কঠিন একটি সিরিজ। টি-২০ সিরিজের আগে আমরা ওয়ানডে সিরিজ হেরেছি। তবে এখনো আমাদের আত্মবিশ্বাস আছে। সিরিজে এখন ১-১ সমতা। আজ সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। ব্যাটসম্যানদের আমাদের সহযোগিতা করতে হবে। আমরা দেখছি, পাওয়ার প্লেতে ব্যাটসম্যানরা আক্রমণাত্মক ব্যাটিং করছে। এটি নিয়ে আমাদের পরিকল্পনা আছে। পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করতে পারি তাহলে আশা করি জয় পাবো।’
সিলেট ও মিরপুরের ম্যাচ নিয়ে পল বলেন, ‘দুই ম্যাচে আমরা ভিন্ন উইকেটে খেলেছি। প্রতি ম্যাচের জন্য আমাদের একই পরিকল্পনা থাকে না। আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি। শেষ ম্যাচ জিততে আমরা ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামব। খেলোয়াড় পরিবর্তন বিষয়ে আমি কিছু বলতে পারব না। পেস বোলিংই আমাদের আসল শক্তি। আগামীকালও (আজ) আমরা এ শক্তির ওপর নির্ভর করব।’
গত জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা ছিল। শেষ ম্যাচে জয় পেয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এ বিষয়ে পল বলেন, ‘টি-২০ কিংবা ক্রিকেটে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারে না। ফলাফল নির্ভর করে ওই দিনটির ওপর। আমরাও আশা করতে পারি দিনটি আমাদের হবে।’