চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় আলমসাধু ও নসিমনের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন।
শনিবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ৬টার দিকে সরোজগঞ্জ বাজার এলাকায় সড়কের পাশ দিয়ে যাওয়া শ্যালো ইঞ্জিনচালিত একটি আলমসাধু ও একটি নসিমন এবং একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে আরো তিনজন মারা যান। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফখরুল মোহাম্মদ জিহাদ পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।