ময়মনসিংহের গফরগাঁওয়ে মাতাল অবস্থায় শ্লীলতাহানি চেষ্টার সময় শিহাব উদ্দিন (৩৪) নামে এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এসময় পুলিশ ২ লিটার চুলাই মদ জব্দ করে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রাওনা গ্রামে। আজ শুক্রবার দুপুরে পুলিশ মাদক মামলায় ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করেছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিহাব উদ্দিন বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মদ খেয়ে মাতাল অবস্থায় রাওনা গ্রামের মৃত গেজিন চন্দ্র ঋষির স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে শিহাব উদ্দিনকে আটক করে। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে ২ লিটার চুলাই মদসহ শিহাব উদ্দিনকে থানায় নিয়ে আসে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, শিহাব উদ্দিনের বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে। নতুন মাদক মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।