জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা

জামালপুরে বন্যার পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ব্রিজ কার্লভাটের ক্ষয়ক্ষতির চিত্র ভেসে আসছে। এতে দুর্ভাগে রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কয়েক লাখ মানুষ।

প্রায় দেড় মাসের দীর্ঘস্থায়ী বন্যার পানির তীব্র স্রোতে ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে ১৯৬ কিলোমিটার কাঁচা রাস্তা, ৬৬ কিলোমিটার পাকা রাস্তাসহ বেশ কিছু ব্রিজ কালভার্ট। জেলার ছয়টি উপজেলার রাস্তাঘাট ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।

জেলার ৩০টি ইউনিয়নের সঙ্গে ছয় উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বাধাপ্রাপ্ত হচ্ছে। এতে দুর্ভোগ বেড়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা। দীর্ঘমেয়াদি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামপুর উপজেলা। এই উপজেলার স্থানীয়রা জানান, বন্যায় রাস্তাঘাট ভেঙে যাওয়ায় তাদের দুর্ভোগ বেড়েছে। পানি থাকাবস্থায় নৌকায় চলাচল করতে পারতেন। এখন সেটাও সম্ভব না। আর রাস্তাঘাট ভেঙে যান-বাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের তালিকা প্রণয়ন করে দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের নির্দেশ দেয়া হয়েছে।

দ্রুত এসব ভাঙা চোড়া রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট সংস্কার করে যাতায়াত ব্যাবস্থা পুনরায় সচল হবে এমনটাই প্রত্যাশা জামালপুরের বন্যাকবলিত মানুষদের।

Share this post

scroll to top