প্রেমিকের লোকজনের কাছে বিয়ের দাবি: দুপক্ষের সংঘর্ষে আহত ৭

songghorsho

প্রেমের সম্পর্কে বিয়ে করেছিলেন তারা, তালাকও হয় গোপনে। এরপর প্রেমিকা প্রেমিকের লোকজনের কাছে বিয়ের দাবি করলে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার (০৭ আগস্ট) সকালে কুষ্টিয়ার শহরের হরিপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মানিক (৪৮), আলতাফ (৫৫) দুলাল (৬২), ইজিবার (৪৭), ইকবাল (৫০), কারিবুল (২৩) ও মতিয়ার (২৩) ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত চার মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে নতুন পাড়া এলাকার রাজুর ছেলে সাগরের বিয়ে হয় একই এলাকার মেয়ে শাহনাজের। গত এক মাস আগে সাগর তার স্ত্রীকে তালাক দেয়। এদিকে বিয়ের দাবি নিয়ে সাগরের বাড়িতে গিয়ে যায় প্রেমিকা শাহানাজ (১৮) ।
সকালে সাগরের খালুর বাড়িতে শাহানাজ বিয়ের দাবী নিয়ে গেলে ছেলে ও মেয়ে পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) গোলাম মস্তফা জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this post

scroll to top