রাজধানীতে গাড়িচাপায় পর্বতারোহী রত্না নিহত

রাজধানীর শেরেবাংলা নগর লেকরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৪) নিহত হয়েছেন। তিনি স্কুল শিক্ষিকাও ছিলেন।

বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।
শুক্রবার (০৭ আগস্ট) সকাল ৯টার দিকে চন্দ্রিমা উদ্যান লেকরোড ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হলে পুলিশ উদ্ধার করে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শিক্ষিকা রত্না বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় কালো রঙের একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।

তিনি বলেন, নিহত রত্না ধানমন্ডি এলাকার আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। মিরপুর এলাকায় থাকতেন বলে আমরা জানতে পেরেছি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, শোনা যাচ্ছে নিহত রত্না পর্বতারোহী ছিলেন।

ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Share this post

scroll to top