ঢাকাFriday , 7 August 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে রিকশাচালকের লাশ উদ্ধার

Link Copied!

Dead-লাশময়মনসিংহের গফরগাঁওয়ে রাওনা ইউনিয়নের খাওড়া মুকুন্দ গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে খোকন (৪৮) নামে রিকশাচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে গফরগাঁও থানা পুলিশ।

এই ঘটনায় নিহতের স্ত্রী ,এক ছেলে ও এক মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত খোকন ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। আটককৃতরা হলেন- স্ত্রী রেনুয়ারা বেগম(৪০), ছেলে রাসেল(২০) ও মেয়ে লিজা(২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকার কাঠ ব্যবসায়ী মাইন উদ্দিনের ভাড়া বাসায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করত খোকন। তিনি পেশায় একজন রিশকাচালক ও ছেলে গার্মেন্ট কর্মী। নিহতের লাশ দাফন করতে স্ত্রী ও সন্তান গফরগাঁও উপজেলার রওনা ইউনিয়নের খাওড়া মুকুন্দ গ্রামে আসে। নিহতের পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছে।বুধবার ভোর বেলায় ভাড়া বাসার পিছনে কাঁঠাল গাছে ঝুলে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে নিহতের স্ত্রী ও সন্তান। নিহতের গলায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম বলেন, সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছে লাসের পায়ে রক্ত দেখতে পাই। সঠিক তদন্ত করে ঘটনাটির রহস্য উন্মোচন করবে প্রশাসন আশাকরছি।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন, আমরা জিডি মূলে লাশের সুরতহাল ও ময়নাতদন্ত করবো। আর মামলা দায়ের করা হবে ভালুকা থানায়। পরিবারের ৩ জনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।