আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মনোনয়নপত্র দাখিল না করেও নিজেকে জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবি ও নিজের ছবি একত্রিত করে পোস্টার ছাপিয়ে প্রচারণার অভিযোগে পিয়ারুল ইসলাম বাবু (৪০) নামের একজন ভুয়া এমপি প্রার্থীকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
গ্রেফতারকৃত পিয়ারুল ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মজির উদ্দিনের ছেলে। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী। শুক্রবার আদালতের মাধ্যমে পিয়ারুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এই আসনে প্রার্থী না হলেও নিজেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পিয়ারুল ইসলাম প্রচার চালিয়ে আসছেন। এ ব্যাপারে ডিমলা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু বাদি হয়ে বৃহস্পতিবার ডিমলা থানায় প্রতারণা ও মানহানির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ রাতে ভুয়া প্রার্থী পিয়ারুল ইসলামকে আটক করে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ বলেন, ভুয়া জাপা এমপি প্রার্থী পিয়ারুল ইসলাম বাবুকে আমরা গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছি।