নেত্রকোনার মদনে যাত্রীবাহী ট্রলার ডুবে ১৭ জন নিহতের ঘটনায় শোক জানিয়েছেন দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা । বুধবার বিকেলে প্রেসক্লাব সভাকক্ষে এক জরুরি সভায় সকলের পক্ষে এই শোক প্রস্তাব জানান প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন কাজল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, এন সি সরকার, জামাল তালুকদার, কলি হাসান তালুকদার ও রিফাত আহামেদ রাসেল ।
উল্লেখ্য, আজ দুপুরে মদনের উচিৎপুর ঘাট থেকে রাজালীকান্দার রামদীঘা বিলে ইঞ্জিন চালিত নৌকায় ৪৮ জন যাত্রী নিয়ে হাওড়া ঘুরতে বের হয় । এই সময় হাওয়ারের উত্তাল ঢেউয়ে নৌকাটি ডুবে গেলে ৩০ জনের মতো সাঁতরে পারে উঠলেও নিখোঁজ হয় অনেকেই । পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টায় ১৭ জনের মরদেহ উদ্ধার হলোও এখনো একজন নিখোঁজ রয়েছে ।
এদিকে বর্ষার এই সময় হাওড়া পর্যটকদের যাতায়াতে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন দুর্গাপুরের সাংবাদিক মহল । তারা জানান ঝড়ো বাতাস ও উত্তাল ঢেউ হাওড় এখন অনেকটাই অনিরাপদ । তাই ছোট ইঞ্জিনচালিত নৌকায় অতিরিক্ত পর্যটক পরিবহন যাতে না করে এদিকে প্রশাসনের নজরদারি বাড়ানোর জরুরি বলেও মনে করে তারা ।