অনুমতি ছাড়া বর্তমান কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন করায় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ।
শুক্রবার ৩১ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি নোটিশ প্রদান করা হয় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগকে। নোটিশে বলা হয়, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের অনুমতি ছাড়াই দল গঠন করেছে তারা। নোটিশে আরো বলা হয়, করোনা ও বন্যা পরিস্থিতিতে দলের অনুমতি ছাড়া নতুন কমিটি গঠনতন্ত্রের পরিপন্থি।
এ অবস্থায় ফুলপুর উপজেলায় নতুন কমিটি গঠনের বিষয়ে সু-স্পষ্ট ব্যখ্যা দলের কাছে ১৫ দিনের মধ্যে প্রদান করার নির্দেশ দেয়া হয়।