ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে জেলা প্রশাসক মো: মিজানুুর রহমান ময়মনসিংহ লাইভকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর মঙ্গলবার রাতে রিপোর্ট প্রকাশ হয়।
ময়মনসিংহ জেলায় মঙ্গলবার ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়। এর মধ্যে ময়মনসিংহ সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ১৮ জন, মুক্তাগাছা উপজেলার পাঁচজন, ত্রিশালের চারজন, ভালুকার তিনজন, ঈশ্বরগঞ্জের দুজন এবং তারাকান্দা ও গফরগাঁও উপজেলার একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত দুই হাজার ৭৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান গত বছরের ২ জুলাই ময়মনসিংহে যোগ দেন। তিনি বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা।