টাঙ্গাইলের ঘাটাইলে বাসচাপায় ওসমান গনি (১৩) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ- টাঙ্গাইল মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ওসমান গনির বাড়ি ঘাটাইল পৌরসভার বানিয়াপাড়া গ্রামের মোল্লাবাড়ি। তার বাবার নাম হাফেজ ওবায়দুল্লাহ। সে বাড়ির সামনের ময়মনসিংহ- টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিল। এ সময় গোপালপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসমান গনি স্থানীয় একটি মাদরাসা থেকে এবার ইবতেদায়ি সমাপনী পাস করেছে।