কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের চালক ও হেলপারসহ আরও পাঁচজন
রোববার (২ আগস্ট) সকালে উপজেলার হাড়িখোলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জনের মধ্যে তাৎক্ষণিকভাবে সামসি বেগম (৫০) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। সামসির বাড়ি নোয়াখালী জেলার এখলাসপুর গ্রামে। নিহত অপর জন পুরুষ। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাড়িখোলা পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ দু’জন নিহত হন। আর আহত হন পাঁচজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটানা কবলিত বাস উদ্ধার করেন।
আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান ফাঁড়ির ইনচার্জ সালেহ।