সাংবাদিক ও গীতিকার অনুরূপ আইচের স্ত্রী সাহিদা আইচ নূশা আর নেই। মঙ্গলবার রাতে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাতে নিজের ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দিয়েছেন অনুরূপ আইচ।
ফেসবুক টাইমলাইনে অনুরূপ আইচ লেখেন, ‘আমার স্ত্রী সাহিদা আইচ নূশা আর নেই। আল্লাহ আমার লাইফ নিয়ে কেন এত এক্সসপেরিমেন্ট করে যাচ্ছেন জানি না।’
পারিবারিক সূত্রে জানা যায়, সাহিদা আইচ নূশা দীর্ঘ এক মাসেরও বেশি সময় তিনি ঠাণ্ডা কাশিতে ভুগছিলেন।
এক পর্যায়ে তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে নেত্রকোনা দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির পর রোগীর অক্সিজেন লেভেল চরম অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে মমেকহার অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন অনুরূপ আইচের স্ত্রী নূশা।
চিকিৎসকদের ধারণা, ইউরিন ইনফেকশন থেকে প্রোটিনক্ষয় দীর্ঘদিন ধরে হচ্ছিল, যা রোগী টের পাননি। যে কারণে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং প্রাথমিক চিকিৎসকরা রোগ আইডেন্টিফাই করতে পারেননি বলেই রোগীর অবস্থা মৃত্যুর দিকে ধাবিত হয়।