ময়মনসিংহকে ‘বৃহত্তর ময়মনসিংহ’ বলা হয় কেন?

Brihattor-Mymensingh-বৃহত্তর-ময়মনসিংহময়মনসিংহ মধ্য বাংলাদেশে অবস্থিত একটি বিস্তৃত অঞ্চল। ১৯৭০ খ্রিষ্টাব্দ অবধি ময়মনসিংহ জেলা ছিল বাংলাদেশের বৃহত্তম জেলা। অন্যদিকে ময়মনসিংহ শহরটি বাংলাদেশের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম। বাংলা সাহিত্যের অনেক প্রাচীন পুস্তকেও এই শহরের নামোল্লেখ দেখা যায়। আগে সারা বাংলাদেশে মোট বিশটি জেলা ছিল। এগুলোর অধীনে অনেকগুলো মহাকুমা ছিল। কিশোরগন্জ, জামালপুর ইত্যাদি ময়মনসিংহের অধীনে মহাকুমা ছিল। হুসাইন মুহাম্মদ এরশাদ সবগুলো মহাকুমা বিলুপ্ত করে সেগুলোকে জেলায় রূপান্তর করে। ফলে একটি জেলা ভেঙে অনেকগুলো জেলা তৈরি হয়। তাই পূর্বের সেই বিশটি জেলার প্রতিটিকে বৃহত্তর জেলা হিসেবে অভিহিত করা হয়ে থাক। যেমনঃ বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর খুলনা ইত্যাদি।

ময়মনসিংহ বলতে এখানে সমগ্র বৃহত্তর ময়মনসিংহ (বর্তমান ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ জেলা) বোঝানো হয়েছে।

Share this post

scroll to top