ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ময়মনসিংহ সদরের আলালপুরে  ট্রাক দুর্ঘটনাময়মনসিংহ সদরের আলালপুরে ট্রাক চাপায় এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪জন। সোমবার সকাল ১১টায় এদুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ময়মনসিংহগামী অটোরিকশাটি ময়মনসিংহ -তারাকান্দা মহাসড়কের আলালপুর এলাকায় পৌঁছলে হালুয়াঘাটগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২২ বছর বয়সী এক যুবক নিহত হন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, মরদেহ ট্রাকের নিচে আটকা পড়েছিলো। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করেন। আহতদের ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

নিহতের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share this post

scroll to top